ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ দুজন নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, জুন ৯, ২০২৪
বরিশালে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ দুজন নিহত ফাইল

বরিশাল: বরিশালে আলাদা দুই সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রসহ দুইজন নিহত হয়েছেন।

রোববার (৯ জুন) বরিশাল নগরের আমতলার মোড়ে ও সদর উপজেলার তালুকদার হাট মোড়ে এ দুটি দুর্ঘটনা ঘটে।


 
নিহত দুজন হলেন- বরিশাল সদর উপজেলার তালুকদার হাট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র অহিদুল ইসলাম (১৬) ও নগরের শেরে বাংলা সড়কের বাসিন্দা মৃত মো. উলফাত আলী হাওলাদারের ছেলে মো. সোহরাব হোসেন হাওলাদার (৮০)।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল বলেন, বিকেল ৩টায় স্কুল ছুটির পর অটোরিকশায় বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় অহিদুল ইসলাম। তালুকদার হাট মোড় এলাকায় অটোরিকশাটি উল্টে গেলে চাপা পড়ে মাথায় আঘাত পায় সে। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

অপরদিকে কোতয়ালি মডেল থানার পরিদর্শক (অপারেশন) বিপ্লব কুমার মিস্ত্রি বলেন, বেলা সাড়ে ১২টার দিকে বৃদ্ধ সোহরাব হোসেন মোটরসাইকেল চালিয়ে নগরের রুপাতলী থেকে আমতলা মোড় এলাকায় যান। এ সময় নগরের নথুল্লাবাদগামী একটি কাভার্ড ভ্যান তাকে অতিক্রম করে যাওয়ার চেষ্টা করে। তখন কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে সোহরাব হোসেন রাস্তায় পড়ে যান। তখন কাভার্ড ভ্যানের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি।  

পরিদর্শক বিপ্লব আরও জানান, ঘটনার পর কাভার্ড ভ্যান চালককে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, জুন ০৯, ২০২৪
এমএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।