ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঝিনাইগাতীতে ৫০০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, জুন ৬, ২০২৪
ঝিনাইগাতীতে ৫০০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

শেরপুর: শেরপুরের ঝিনাইগাতীতে ৫০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (৬ জুন) সকালে উপজেলার কাংশা ইউনিয়নের বাঁকাকুড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হলেন- পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলার গেড়ামারা গ্রামের আব্দুল্লাহ খন্দকারের ছেলে মোরশেদ খন্দকার (৩৫) ও ঝিনাইগাতী  উপজেলার রামেরকুড়া গ্রামের জয়নাল আবেদীন মিস্ত্রির ছেলে মো. আমির হোসেন (৩০)।  

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, গোপন তথ্যের ভিত্তিতে সকাল ১০টার দিকে বাঁকাকুড়া এলাকায় ব্যাটারিচালিত একটি ইজিবাইককে তল্লাশি চালানো হয়। এ সময় ইজিবাইকটির পেছনের অংশে লুকানো অবস্থায় ৫০০ বোতল ফেনসিডিল পেয়ে জব্দসহ চালকসহ ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় তাদের নামে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, জুন ০৬, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।