ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, আটকা পড়েছে ২ ট্রেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, জুন ৬, ২০২৪
কিশোরগঞ্জে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, আটকা পড়েছে ২ ট্রেন

কিশোরগঞ্জ:  কিশোরগঞ্জে মালবাহী ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে করে চট্টগ্রাম থেকে জামালপুরগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস গচাহাটা স্টেশনে এবং কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে।

 

বৃহস্পতিবার (৬ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে জেলার কটিয়াদী উপজেলার গচিহাটা রেল স্টেশনের আউটার সিগনালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৩টার দিকে জেলার কটিয়াদী উপজেলার গচিহাটা রেল স্টেশনের আউটার সিগনালে মালবাহী ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। এ রুটে রেল যোগাযোগও বন্ধ রয়েছে। ফলে ট্রেনযাত্রীরা পড়েছেন বিপাকে।  

এ প্রসঙ্গে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, গচিহাটা সিগনাল পয়েন্টে টেম্পিং কারের সঙ্গে টুলভ্যানের একটি ওয়াগন লাইনচ্যুত হয়। এতে বিজয় এক্সপ্রেস গচিহাটায় এবং কিশোরগঞ্জ এক্সপ্রেস কিশোরগঞ্জ স্টেশনে আটকা পড়েছে। খবর পেয়ে রেলওয়ের প্রকৌশল বিভাগের কর্মীরা উদ্ধার কাজ শুরু করেছেন।  

লাইনচ্যুত চাকা লাইনে উঠানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান স্টেশন মাস্টার মিজানুর রহমান।  

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, জুন ০৬, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।