ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রেমিকের সামনে প্রেমিকাকে ধর্ষণচেষ্টা, চেয়ারম্যানের ছেলে গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, জুন ১, ২০২৪
প্রেমিকের সামনে প্রেমিকাকে ধর্ষণচেষ্টা, চেয়ারম্যানের ছেলে গ্রেপ্তার প্রতীকী ছবি

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় প্রেমিকের সামনে প্রেমিকাকে ধর্ষণের চেষ্টায় এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছেলেকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ মে) রাতে উপজেলার বামনকান্দা রেল জংশন এলাকায় ওই ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে।

গ্রেপ্তার যুবকের নাম সাইফুর রহমান সুজন। উপজেলার চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেক মোল্লার ছেলে তিনি।  

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী শিবচরের গুপ্তেরচর এলাকা থেকে প্রেমিক ইউনুচ সরদারের সঙ্গে তার প্রেমিকা ঘুরতে আসেন ভাঙ্গা গোলচত্বর এলাকায়। শুক্রবার সন্ধ্যার পরে তারা ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। বামনকান্দা এলাকায় পৌঁছালে চেয়ারম্যানের ছেলে সুজনসহ চার বখাটে যুবক ওই প্রেমিক-প্রেমিকার ভ্যানের গতিরোধ করে নামতে বাধ্য করে। এক পর্যায়ে বখাটেরা ওদের রাস্তার নিচে জঙ্গলের ভেতর নিয়ে প্রেমিক ইউনুচকে চড়-থাপ্পড় দিয়ে ভয়ভীতি দেখিয়ে প্রেমিকাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় এক্সপ্রেসওয়ের বাইপাস সড়ক দিয়ে টহলরত পুলিশ সদস্যদের বিষয়টি জানান ভ্যানচালক। তখন পুলিশ তাদের ধাওয়া করলে বখাটেরা পালিয়ে যায় এবং সাইফুর রহমান সুজনকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনাস্থল থেকে ওই প্রেমিক-প্রেমিকা ও ভ্যানচালককে উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেক মোল্লা বলেন, আমার ছেলেকে পুলিশ আটক করেছে। তবে সে এ ঘটনায় জড়িত নয়, সে ভাঙ্গা থেকে মোটরসাইকেলে আসছিল। ওই ঘটনায় সে উল্টো সবাইকে থামানোর চেষ্টা করে। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে দৌঁড়ে পালিয়ে যায় বাকিরা। তখন আমার ছেলেকে পেয়ে থানায় নিয়ে যায় পুলিশ।  

এ ব্যাপারে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন জানান, এ বিষয়ে ধর্ষণচেষ্টা আইনে মামলায় হয়েছে। অন্য বখাটেদের গ্রেপ্তারের স্বার্থে সবার নাম প্রকাশ করছি না।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন আল রশিদ বলেন, প্রেমিকের সামনে প্রেমিকাকে ধর্ষণচেষ্টার ঘটনায় এক ইউপি চেয়ারম্যানের ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, জুন ০১, ২০২৪
এসএএইচ 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।