ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে নয়তলা ভবন থেকে পড়ে দুজন নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৭ ঘণ্টা, মে ২৩, ২০২৪
রাজধানীতে নয়তলা ভবন থেকে পড়ে দুজন নিহত

ঢাকা: রাজধানীর শেরেবাংলা নগর পশ্চিম রাজাবাজার আমলিরটেক এলাকায় একটি নির্মাণাধীন নয়তলা ভবন থেকে পড়ে দুই শ্রমিক মারা গেছেন।  

নিহতরা হলেন সাগর (৫৬) ও আমিনুল (৩৫)।

বুধবার (২২ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেন শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) সুধাংশু সরকার।

তিনি জানান, পশ্চিম রাজাবাজার আমলিগটেক এলাকার একটি নির্মাণাধীন নয়তলা ভবনের বাইরে সাইটে মাচা বেঁধে তারা দুই শ্রমিক কাজ করছিলেন। এ সময় মাচা ভেঙে সরাসরি তারা নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
সন্ধ্যার পরে ঘটনাটি ঘটলেও পুলিশ সংবাদ পেয়ে রাতে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ০২০৫ ঘণ্টা, মে ২৩, ২০২৪
এজেডএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।