ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ন্যায়বিচার পাওয়ার অধিকার দেশের সব নাগরিকের রয়েছে: প্রধান বিচারপতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, মে ১৮, ২০২৪
ন্যায়বিচার পাওয়ার অধিকার দেশের সব নাগরিকের রয়েছে: প্রধান বিচারপতি

কক্সবাজার: প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, ন্যায় বিচার পাওয়ার অধিকার বাংলাদেশের সব নাগরিকের রয়েছে। আদালতে বিচারপ্রার্থীরা ন্যায়বিচার পেতেই আসেন।

আদালতের কর্তব্য হচ্ছে বিচারপ্রার্থী সব নাগরিকের ন্যায়বিচার এবং সব সুযোগ সুবিধা নিশ্চিত করা।

শনিবার (১৮ মে)  কক্সবাজার জেলা জজ আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থী জনগণের বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় প্রধান বিচারপতি কক্সবাজারে মাদক মামলার দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন।  

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র বিচারপতি এম এনায়েতুর রহিমসহ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট ডিভিশনের বিচারপতিরা, সুপ্রিম কোর্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা, কক্সবাজারের জজ আদালতের বিচারকগণ, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা আইনজীবী সমিতির নেতারাও এ সময় উপস্থিত ছিলেন।

পরে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান কক্সবাজার চিফ জুডিসিয়াল কোর্ট এলাকা পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, মে ১৮, ২০২৪
এসবি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।