ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

আকস্মিক হাসপাতাল পরিদর্শনে এমপি আজিজুল  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, মে ১১, ২০২৪
আকস্মিক হাসপাতাল পরিদর্শনে এমপি আজিজুল  

যশোর: যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা ব্যবস্থা দেখতে আকস্মিক পরিদর্শন করেছেন যশোর-৬ আসনের সংসদ সদস্য আজিজুল ইসলাম।

শনিবার (১১ মে) বিকেলে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীর চিকিৎসার খোঁজ-খবর নেন।

এরপর চিকিৎসা সেবার মান বাড়াতে সব চিকিৎসক, সেবিকা, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এবং প্রত্যেককে আরও দায়িত্বশীল হয়ে সেবার মান উন্নয়নের তাগিদ দেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ, কেশবপুর পৌরসভার কাউন্সিলর কবির হোসেন, জেলা পরিষদের সদস্য টিপু সুলতান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

একইদিন তিনি কেশবপুর কেন্দ্রীয় কালিবাড়ী মন্দির পরিদর্শন করেন এবং সম্প্রতি মন্দির বিগ্রহের বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল চুরির ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং দ্রুত এ ঘটনায় জড়িতদের আটকের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান।

বাংলাদেশ সময়: ২২১৪ ঘণ্টা, মে ১১, ২০২৪
ইউজি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।