ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে র‌্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, মে ১১, ২০২৪
হবিগঞ্জে র‌্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা

হবিগঞ্জ: সিলেট বিভাগে চার জেলার প্রতিযোগীদের নিয়ে হবিগঞ্জে র‌্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১১ মে) দুপুরে জেলা আইনজীবী সমিতির সভাকক্ষে সংসদ সদস্য মো. আবু জাহির প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতা উদ্বোধন করেন।

সুইস লীগ পদ্ধতির দাবা প্রতিযোগিতায় হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও সুনামগঞ্জ জেলার ৮০ জন দাবাড়ু অংশ নিচ্ছেন। সাতটি করে ম্যাচ খেলবেন প্রত্যেকে।

আয়োজকরা জানান, একদিনের এই বিভাগীয় র‌্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতায় ১৫ জন খেলোয়াড়কে ৩০ হাজার টাকার পুরস্কার দেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে হবিগঞ্জ জেলা প্রাক্তণ খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি পুন্যব্রত চৌধুরী বিভুর সভাপতিত্বে বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মল্লিক দিপু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. বদরুল আলম ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মোছাব্বির বকুলসহ অন্যান্যরা বিশেষ অতিথি ছিলেন।
শেষ পর্যায়ে সংসদ সদস্য মো. আবু জাহির ও মাসুদুর রহমান মল্লিক দিপুর অংশগ্রহণে ম্যাচের মধ্য দিয়ে দাবা প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মে ১১, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।