ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে তেলবাহী ট্যাংকলরির ধাক্কায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, মে ১১, ২০২৪
দিনাজপুরে তেলবাহী ট্যাংকলরির ধাক্কায় নিহত ২

দিনাজপুর: সদর উপজেলায় তেলবাহী ট্যাংকলরির ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। শনিবার (১১ মে) ভোর সোয়া ৫টার দিকে উপজেলার কাউগাও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাজারের নৈশপ্রহরী বিশ্বনাথপুর এলাকার বাসিন্দা আজাহার আলী (৬০) ও দোকানের ক্রেতা হাটখোলা এলাকার বাসিন্দা রানা (২৫)।

এ ঘটনায় ট্যাংকলরির চালক কুষ্টিয়ার রাহিনী বটতলার বাসিন্দা রাজু খন্দকার ও তার সহকারী (হেলপার) একই এলাকার সোহাগকে আটক করা হয়েছে।

স্থানীয়রা জানান, কাউগা এলাকার আব্দুস সোবহানের চায়ের দোকানে অবস্থান করছিলেন নৈশপ্রহরী আজহার ও চা খেতে আসা রানা। হঠাৎ ট্যাংকলরিটি ওই চায়ের দোকানে উঠিয়ে দিলে ঘটনাস্থলেই মারা যান আজহার। আর গুরুতর আহত অবস্থায় রানাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘুমন্ত অবস্থায় ট্যাংকলরিটি চালানো হয়ে থাকতে পারে বলে ধারণা স্থানীয়দের।

বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন এ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ট্যাংকলরির চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৯৪৬ ঘণ্টা, মে ১১, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।