ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু 

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মহানন্দা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের নাককাটিতলা বাজারে এ ঘটনা ঘটে।

 

মৃত শিশুরা হলো- বামুনগ্রাম মহল্লার মো. রাসেলের ছেলে শাকিল (৯) এবং একই ইউনিয়নের পীরগাছি মহল্লার মো. আলমগীর হোসেনের মেয়ে মোছা. মারিয়া (৯)।  

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, বেলা ১১টার দিকে চার/পাঁচজন একই বয়সী শিশু নাককাটিতলা বাজার ঘাটে গোসল করছিল। এসময় শাকিল ও মারিয়া ডুবে যায়। এ সময় সঙ্গে থাকা অন্য বাচ্চারা এসে তার স্বজনদের জানালে স্থানীয়দের সহায়তায় ডুবে যাওয়া শিশুদের অভিভাবকরা খোঁজ করতে থাকেন। একপর্যায়ে নদী থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করেন তারা।  ওসি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।