ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

বিপুল পরিমাণ শাপলা পাতা-পিতাম্বরী ও হাঙর মাছ জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৪
বিপুল পরিমাণ শাপলা পাতা-পিতাম্বরী ও হাঙর মাছ জব্দ

পটুয়াখালী: জেলার মহিপুর থানার নিজামপুরে কোস্টগার্ডের অভিযানে নিষিদ্ধ শাপলা পাতা, পীতাম্বরী ও হাঙর মাছ জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৬ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে বিসিজি নিজামপুর স্টেশন এ তথ্য জানায়।

কোস্টগার্ড জানান, গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন অধীন বিসিজি স্টেশন নিজামপুর কর্তৃক কন্টিনজেন্ট কমান্ডার আবু রাশেদ সুমনের নেতৃত্বে শিববাড়িয়া নদীতে মহিপুর জননী বরফকল ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।  

অভিযানে এমভি মা জননী নামের একটি কাঠের ট্রলিং বোট জব্দ করা হয়। এ সময় বোট থেকে দুই হাজার কেজি শাপলা পাতা মাছ, তিনশত কেজি পীতাম্বরী ও ৪০ কেজি হাঙর মাছ জব্দ করা হয়।  

মহিপুরের রেঞ্জ অফিসার আবুল কালাম আজাদ জানান, আমি ও কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি মো. মহসিন রেজার উপস্থিতি নিজামপুর কোস্টগার্ড রাত তিনটার দিকে মাটি চাপা দেয়।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।