ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউপি সদস্যের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৪
যশোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউপি সদস্যের মৃত্যু

যশোর: যশোরের মণিরামপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জি এম মশিউর রহমান নামে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের মৃত্যু হয়েছে।
 
শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার মোবারকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মশিউর রহমান উপজেলার ১১ নম্বর চালুয়াহাটি ইউনিয়নের ১ নম্বর মোবারকপুর ওয়ার্ডের টানা দু'বারের নির্বাচিত সদস্য। তিনি স্থানীয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির পাশাপাশি ব্যবসা করতেন।

স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন।

চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৮০২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৪
ইউজি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।