ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৪
নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে মো. মিঠু (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।  

শুক্রবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের পুরাদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মিঠু জেলার সদরপুর উপজেলার যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গোপালগঞ্জের কাশিয়ানী থেকে ফরিদপুরের ভাঙ্গাগামী একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মিঠুর মৃত্যু হয়। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে তারা পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।