ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঐতিহাসিক মুজিবনগর দিবসের জনসভা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৪
ঐতিহাসিক মুজিবনগর দিবসের জনসভা শুরু

মেহেরপুর: ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মুজিবনগর আম্র কাননে শেখ হাসিনা মঞ্চে জনসভা শুরু হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) সকাল পনে ১১টার দিকে শুরু হয় এ জনসভা।

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটন, সিমিন হোসেন রিমি এমপি, মাহবুবু আলম হানিফ এমপি, এসএম কামাল হোসেন এমপি।

জনসভায় বক্তব্য দেন, জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি। স্বাগত বক্তব্য দেন- অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাসিম এমপি।  

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন, ডাক্তার সৈয়দা জাকিয়া নুর লিলি এমপি, পারভীন জামান কল্পনা এমপি, অ্যাডভোকেট গ্লোরিয়া জামান ঝর্ণা এমপি, নির্মল কুমার চ্যাটার্জি, সাবেক প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, মেহেরপুর—২ আসনের জাতীয় সংসদ সদস্য ডাক্তার এএসএম নাজমুল হক সাগরসহ জাতীয় ও স্থানীয়  আওয়ামী লীগের নেতারা।

অনুষ্ঠানটি সঞ্চালনায় রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।