ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

হাতি দিয়ে জোরপূর্বক চাঁদাবাজি, দুই মাহুতের জেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৪
হাতি দিয়ে জোরপূর্বক চাঁদাবাজি, দুই মাহুতের জেল

নীলফামারী: হাতি দিয়ে পথচারীদের আটকিয়ে চাঁদাবাজির ঘটনায় দুইজন মাহুতকে গ্রেপ্তার করে দিনাজপুরের খানসামা উপজেলা প্রশাসন।  

মঙ্গলবার (১৬ এপ্রিল) উপজেলা প্রশাসন, খানসামা থানা, খানসামা ফায়ার সার্ভিস ও বন বিভাগের সমন্বিত অভিযানের মাধ্যমে দুজন মাহুতকে গ্রেপ্তার করা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন- নাচোল উপজেলার কাজলা গ্রামের সাগর ইসলামের ছেলে আজিজুল হক (২১) ও শিবগঞ্জ উপজেলার হুদাবালা গ্রামের সুবহান আলীর ছেলে মো. ইয়াছিন ইসলাম (২০)।  

বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর আওতায় গ্রেপ্তার দুজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজ উদ্দিন।  

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী বন সংরক্ষক নুরুন নাহার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম ও উপজেলা বন কর্মকর্তা মঞ্জুরুল কাদের।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।