ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৪
চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের (৬২) মৃত্যু হয়েছে।

শনিবার (৬ এপ্রিল) সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা রেল গেটের অদূরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে রেললাইন পার হওয়ার সময় খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হন।  

চু্য়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। তবে তার পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি টিম।

বাংলাদেশ সময়:  ১৪৫০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।