ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন, জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৪
আড়াইহাজারে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন, জরিমানা

নারায়ণগঞ্জ: জেলার আড়াইহাজারে ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিক্রির অভিযোগে আজিজ ও জলিল নামে দুই মাটি বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (০৪ এপ্রিল) উপজেলার গোপালদী পৌরসভার লক্ষিবরদী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ জানান, আড়াইহাজার উপজেলার লক্ষিবরদী নামক স্থানে ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন করার অভিযোগে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জাহান কনক।

এ সময় বালু উত্তোলন ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় একটি মামলায় আজিজ ও জলিলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মুচলেকা নেওয়া হয়। মাটি কাটায় ব্যবহৃত ড্রেজার ও আনুষঙ্গিক সরঞ্জাম অপসারণ করে গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আতাউর রহমানের জিম্মায় দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৪
এমআরপি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।