ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ওজনে কারচুপি: ফরিদপুরে ২ ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৪
ওজনে কারচুপি: ফরিদপুরে ২ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুর: পরিমাপে কম দেওয়া ও লাইসেন্স না থাকার দায়ে ফরিদপুরে দুই মুদি ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

বুধবার (৩ এপ্রিল) দুপুরে জেলা শহরের চকবাজার এলাকার দুই মুদি ব্যবসায়ীকে এ জরিমানা করা হয়।

অভিযানের নেতৃত্বে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম।  

এ সময় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুসারে শহরের জে এস ট্রেডার্স ও স্টার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারীকে মোট সাত হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং জেলা আনসার ও ফায়ার সার্ভিসের ভিন্ন ভিন্ন দুটি টিম আদালতকে সহায়তা করেন।  

একই দিন সতর্কীকরণ কার্যক্রমের অংশ হিসেবে ফরিদপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনসমাগমস্থলে অগ্নি নির্বাপণ বিষয়ে ফরিদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং করা হয়। একই সঙ্গে সর্বস্তরের জনগণকে এ বিষয়ে সচেতন থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।