ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

উখিয়ায় পুলিশের জিপের ধাক্কায় শিশু নিহত 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৪
উখিয়ায় পুলিশের জিপের ধাক্কায় শিশু নিহত 

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় সড়ক পার হওয়ার সময় আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) পুলিশের জিপের ধাক্কায় সাজ্জাদ রহমান নামে ৬ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।

রোববার (৩১ মার্চ) রাত ৮টার দিকে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কে ( কক্সবাজার-টেকনাফ সড়ক ) উখিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সংযোগ সড়কস্থল বটতলীতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন।  

নিহত সাজ্জাদ উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের পিনজিরকূল এলাকার রফিক আলমের ছেলে।

স্থানীয়দের বরাতে শামীম হোসেন বলেন, রাতে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকা এক স্বজনের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে সাজ্জাদ রহমান মায়ের সঙ্গে বাড়ি ফিরছিল। তারা কক্সবাজার-টেকনাফ সড়কের সংযোগস্থলে পৌঁছলে রাস্তা পার হতে গিয়ে শিশুটি দৌড় দেয়। এ সময় পালংখালী স্টেশনগামী ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি জিপ শিশুটিকে ধাক্কা দেয়।  

এতে শিশুটি আহত হলে স্থানীয়রা উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। মূলত শিশুটি অসাবধানতার কারণে দৌড় দিয়ে রাস্তা পার হতে গিয়ে অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে।  

আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান শামীম হোসেন।

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, এপ্রিল ০১,২০২৪
এসবি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।