ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বখাটেদের হামলায় আহত ১০ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৪
ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বখাটেদের হামলায় আহত ১০ 

মাদারীপুর: মাদারীপুরের শিবচরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বখাটেদের হামলায় ১০ শিক্ষার্থী আহত হয়েছে।  মঙ্গলবার (২৬ মার্চ) দুপুর ১২টার দিকে শিবচর পৌরসভার হাতির বাগান মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলো, স্বর্ণালী আক্তার, শিফা আক্তার, মোসা. মাকসুদা, সজিব খান, তানভীর রায়হান, সজীব শেখ, রিয়াদুল ইসলাম। বাকিদের নাম পাওয়া যায়নি। আহতরা সবাই শিবচর উপজেলার দত্তপাড়া এলাকার ইলিয়াস আহম্মেদ চৌধুরী কলেজের শিক্ষার্থীরা।

জানা গেছে, সকালে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান যোগদান শেষে নিজ নিজ এলাকায় ফিরছিল ইলিয়াস আহম্মেদ চৌধুরী কলেজের শিক্ষার্থীরা। এ সময় শিবচর পৌরসভার হাতির বাগান মাঠ এলাকার রবীন্দ্র সরবরের সামনে এলে আকাশ, তামীম, শুভ নামে বেশ কয়েকজন বখাটে ওই কলেজের শিক্ষার্থীদের ইভটিজিং করে। এর প্রতিবাদ করায় আকাশের নেতৃত্বে কলেজের শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে আহত হয় ১০ জন। তাদের মধ্যে বেশ কয়েকজনকে ভর্তি করা হয় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। প্রাথমিক চিকিৎসা শেষে আহতরা বাড়ি ফিরে যায়। এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।

স্থানীয়রা জানান, হাতির বাগান মাঠে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে নন্দকুমার ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সঙ্গে ইলিয়াস আহম্মেদ চৌধুরী কলেজের শিক্ষার্থীদের ছবি তোলায় নিয়ে তর্কাতর্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরপর পরই ঘটে ইভটিজিং ও হামলার ঘটনা। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি জানিয়েছে আহতরা।

প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর হোসেন জানান, ৮-১০ জন তরুণ মেয়েদের ওপর হামলা চালায়। পরে বাধা দিলে ছেলেদেরও পিটিয়ে আহত করে তারা।

আহত সজীব খান জানায়, নন্দকুমার ইনস্টিটিউটের শিক্ষার্থী আকাশের নেতৃত্বেই এ হামলা চালায় তারা। আমাদের অনেকেই জখম করেছে। এর সুষ্ঠু বিচার চাই।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। থানায় এখনো কেউ অভিযোগ দেয়নি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা দায়িত্ব নিয়েছেন, বিষয়টি তিনিই সমাধান করবেন বলে জানা গেছে।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুলাহ আল মামুন জানান, যারা প্রকৃত দোষী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দুই পক্ষকেই ডাকা হয়েছে, শুনে এর সমাধান করা হবে। তবে ভয়াবহ কিছু হয়নি।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।