ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বোয়ালমারীতে ১০ লিটার মদসহ গ্রেপ্তার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, মার্চ ৫, ২০২৪
বোয়ালমারীতে ১০ লিটার মদসহ গ্রেপ্তার ২

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীতে ১০ লিটার বাংলা মদসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

মঙ্গলবার (৫ মার্চ)) সকালে উপজেলার দক্ষিণ কামারগ্রাম থেকে ১০ লিটার মদসহ তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হলেন- বোয়ালমারী পৌরসভা সদরের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কামার গ্রামের মাফুজার শেখ (৪০) ও মো. তুষার মাতুব্বর (২২)।  

জানা গেছে, দক্ষিণ কামার গ্রামে মো. মাফুজার শেখের বাড়িতে বাংলা মদ কেনা-বেচা চলছে এমন গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোরে সেখানে অভিযান চালায় বোয়ালমারী থানা পুলিশ। অভিযানে মাফুজার ও তুষারকে ১০ লিটার বাংলা মদসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওই দুজনের নামে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।  

এ তথ্য নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ওই দুই আসামি একাধিক মামলার আসামি। আসামিদের ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।