ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

বেইলি রোডে ভবনে আগুন

‘ছেলেকে রেখে আল্লাহ আমারে নিয়ে যাইত গা’, মায়ের বিলাপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, মার্চ ১, ২০২৪
‘ছেলেকে রেখে আল্লাহ আমারে নিয়ে যাইত গা’, মায়ের বিলাপ ছেলেসহ পরিবার হারিয়ে দিশেহারা মা হেলেনা বেগম, ইনসেটে নিহতদের ছবি

ব্রাহ্মণবাড়িয়া: ইতালিপ্রবাসী ছেলেসহ পুরো পরিবারের মৃত্যুর খবর শুনে বার বার জ্ঞান হারাচ্ছেন মা হেলেনা বেগম। বুক ভরা কান্না যেন কোনোভাবেই থামছে না তার।

তাকে সান্ত্বনা দেওয়া ভাষা জানা নেই কারও।  

মায়ের মুখে শুধু একটিই কথা -  ‘আমি তো আমার ছেলে ও তার পরিবারকে আর দেখতে পাব না। আল্লাহ্ তুমি আমাকে না নিয়ে আমার ছেলেকে কেন নিলা!’

বিলাপ করতে করতে হেলেনা বেগম বলছেন, ‘আমার ছেলেসহ পুরো পরিবার আগুনে পড়ে শেষ হয়ে গেছে। আমি বেঁচে থেকে আর কি করুম। আমার ছেলেকে রেখে আল্লা আমারে নিয়ে যাইত গা। আমি এই শোক সইব কি করে। ’ 

মায়ের এই হৃদয়বিদারক বিলাপে পুরো আকাশ বাতাস যেন ভারী হয়ে উঠছে।

বেইলি রোডের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় নিহত সৈয়দ মোবারক হোসেন কাউসার তার চার ছেলে মেয়েদের মধ্যে দ্বিতীয়। তিনি ইতালি প্রবাসী ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার শাহবাজপুরে এলাকার বাসিন্দা ছিলেন তিনি।

দেড় মাস আগে দেশে এসে পুরো পরিবারকে ইতালিতে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু আগুনে পুড়ে সব কিছু শেষ।

নিহত পাঁচজনকেই কবরস্থ করা হবে বাড়ির পাশে। মরদেহগুলো বাড়িতে আসার পর পারিবারিক সিদ্ধান্তে জানাজা শেষে দাফন করা হবে।

আরও পড়ুন >> ইতালি যাওয়া হলো না, এক আগুনে সব শেষ

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, মার্চ ০১, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।