ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

আটরশিতে ৪ দিনের বিশ্ব ওরস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৪
আটরশিতে ৪ দিনের বিশ্ব ওরস

ফরিদপুর: ফরিদপুরের সদরপুরে আটরশি বিশ্ব জাকের মঞ্জিলে প্রতি বছরের মতো এবারও চারদিনের বিশ্ব ওরস শরিফ শুরু হয়েছে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বাদ জুমা পবিত্র ফাতেহা পাঠ ও আটরশি পীর সাহেবের রওজা শরিফ জেয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় উরসের কার্যক্রম।

জুমার নামাজে লাখো মুসুল্লি অংশ নেন।  

এ উপলক্ষে শুক্রবার দুপুরে জাকের মঞ্জিল মাদরাসা ভবনের অফিস কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।  

এ সময় জাকের মঞ্জিলের সমন্বয়কারী এম এম শহিদুল ইসলাম শাহীন জানান, বাস, ট্রাক, লঞ্চসহ বিভিন্ন যানবাহনযোগে দেশ-বিদেশ থেকে লাখো আশেকান-জাকেরান, ধর্মপ্রাণ মুসলমানসহ বিভিন্ন ধর্মের ভক্তরা ওরস শরিফে সমবেত হচ্ছেন।  

এছাড়া এবছর প্রথমবারের মতো দেশের উত্তরবঙ্গ থেকে যুক্ত হয়েছে ট্রেন কাফেলা। প্রাত্যহিক ফরজ ও সুন্নাত এবাদতের পাশাপাশি নফল এবাদত পালন করছেন তারা।  

আগামী সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে আটরশি পীর সাহেবের স্থলাভিষিক্ত খাজা মাহফুজুল হক মুজাদ্দেদী ছাহেবের নির্দেশনায় আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে এ আয়োজন।

সংবাদ সম্মেলনে বিশ্ব জাকের মঞ্জিলকর্মী গ্রুপের প্রধান কবিরুল ইসলাম সিদ্দিকী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।