ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শ্রীবরদীতে বাবাকে হত্যার অভিযোগে ছেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৪
শ্রীবরদীতে বাবাকে হত্যার অভিযোগে ছেলে আটক

শেরপুর: শেরপুরের শ্রীবরদীতে হাতুড়ির আঘাতে আবুল কালাম (৬৫) নামে এক বৃদ্ধ বাবাকে হত্যার অভিযোগে তার ছেলে সজীবকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি ) সকালে উপজেলার ভায়ডাঙ্গার বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম ভায়ডাঙ্গার বানিয়াপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আবুল কালাম দুই ছেলে সন্তানের বাবা। এক ছেলে ঢাকায় চাকরি করেন। আর এক ছেলে বাড়িতে থাকতেন। সজীব অনেকদিন থেকে মানসিক সমস্যায় ভুগছিলেন। শুক্রবার সকালে হঠাৎ তার বাবার ওপর হাতুড়ি দিয়ে আঘাত করেন সজীব। এতে তার বাবা আহত হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বাবা আবুল কালামের মৃত্যু হয়। এ ঘটনায় সজিবকে আটক করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে, তবে কী কারণে মারা গেছে তা এখনও জানা যায়নি।  

ওসি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।