ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢাকা-রিয়াদ সম্পর্ক বহুমুখী-বিস্তৃত: সৌদি রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৪
ঢাকা-রিয়াদ সম্পর্ক বহুমুখী-বিস্তৃত: সৌদি রাষ্ট্রদূত কথা বলছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান।

ঢাকা: ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান বলেছেন, ঢাকা-রিয়াদের সম্পর্ক বহুমুখী-বিস্তৃত। আগামীতে এই সম্পর্ক আরও বাড়বে বলেও প্রত্যাশা করেছেন তিনি।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে বাংলাদেশের ওমরাহ অতিথিদের বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়।

সৌদি দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দুহাইলান বলেন, অতীতে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক হজ, ওমরাহ, অনুদান এমন কয়েকটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে দুই দেশের মধ্যে সম্পর্ক এখন বহুমুখী ও বিস্তৃত। দুই দেশের মধ্যে বাণিজ্য-বিনিয়োগসহ নানা খাতে সম্পর্ক এখন বেড়েছে। আগামীতে এই সম্পর্ক আরও বাড়বে।

সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে বাংলাদেশের ওমরাহ অতিথিদের প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, সৌদি বাদশা আমন্ত্রণে ও সৌদির ধর্ম মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশের ৩০ জন নাগরিক ওমরাহ করার সুযোগ পাচ্ছেন।

এই কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টদের তিনি ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত বিভিন্ন শ্রেণি-পেশার ৩০ জন ওমরাহ অতিথিদের কাছে বিমান টিকিট হস্তান্তর করেন। তাদের জন্য শুভ কামনা জানান।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৪       
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।