ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাজেকে গাড়ি উল্টে আহত ৬ আনসার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৪
সাজেকে গাড়ি উল্টে আহত ৬ আনসার

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে গাড়ি উল্টে গেলে ছয় আনসার সদস্য আহত হয়েছেন।  

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) হাউজ পাড়ায় এ ঘটনা ঘটে।

 

আহতদের মধ্যে ১৩ আনসার ব্যাটালিয়নের উপ-পরিচালক শফিকুল আলমসহ একজন নায়েব সুবেদার, একজন কোম্পানি কমান্ডার, একজন ল্যান্স নায়েক এবং দুজন সিপাহি ছিলেন।  

জানা গেছে, বৃহস্পতিবার সাজেকে ১৩ আনসার ব্যাটালিয়নের ক্যাম্প পরিদর্শনে যাওয়ার পথে সাজেক হাউজ পাড়ায় ১৩ আনসার ব্যাটালিয়নের গাড়ি সাজেক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।   দুর্ঘটনার খবর পেয়ে আহত সদস্যদের উদ্ধার করে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় চিকিৎসার জন্য পার্শ্ববর্তী খাগড়াছড়ির দিঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।  

বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন বলেন, দুর্ঘটনা কবলিত আনসার গাড়িটির পেছনে আমার গাড়ি ছিল। উঁচু সড়কে ওঠার সময় আনসার সদস্য বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।