ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজির সময় আটক ১৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৪
পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজির সময় আটক ১৪

ঢাকা: সড়কে সবজি ও অন্যান্য পণ্যবাহী ট্রাক থেকে চাঁদা তোলার সময় হাতেনাতে ১৪ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে রাজধানীর শাহ্ আলী ও রুপনগর এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব-৪ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমান জানান, শাহ্ আলী ও রুপনগর এলাকা থেকে সড়কে সবজি ও অন্যান্য পণ্যবাহী ট্রাক থেকে চাঁদা তোলার সময় হাতেনাতে ১৪ জন চাঁদাবাজকে আটক করা হয়েছে।

তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২৪
পিএম/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।