ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-ছেলের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৪
কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-ছেলের প্রতীকী ছবি

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত টমটমের (থ্রি-হুইলার) সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। তারা অটোরিকশার যাত্রী ছিলেন।

 

শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে কুলিয়ারচর উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- একই উপজেলার নোয়াগাঁও বেপারীপাড়া এলাকার আক্তার হোসেন (৩২) ও ছেলে আকসাম (৭)।

স্থানীয় সূত্র জানায়, ওই পরিষদের সামনে টমটমের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী আক্তার ও তার ছেলে আকসাম গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার জাহান বিষয়টি নিশ্চিত করে জানান, টমটমটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।