ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ফখরুলসহ বিএনপির তিন নেতাকে আমন্ত্রণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ফখরুলসহ বিএনপির তিন নেতাকে আমন্ত্রণ

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে।  

সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে ডিএমপির পক্ষ থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আমন্ত্রণের এই চিঠি পৌঁছে দেওয়া হয়েছে।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু আমন্ত্রণের এ চিঠি গ্রহণ করেন। টিপু বলেন, ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনজনকে আমন্ত্রণ জানানো হয়েছে।  

আগামী ১ ফেব্রুয়ারি রাজারবাগ পুলিশ লাইনে ডিএমপির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে আমন্ত্রণ জানিয়েছে ডিএমপি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বেশ কিছু মামলায় এখন কারাগারে রয়েছেন। গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশ ঘিরে সহিংসতার পর ২৯ অক্টোবর গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
টিএ/এইচএ/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।