ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বাঘাইছড়িতে ৩ ইটভাটায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৪
বাঘাইছড়িতে ৩ ইটভাটায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে ২ লাখ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

শনিবার (২০ জানুয়ারি) বিকেলে এ জরিমানা করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তার।

অভিযানে ফাইভ স্টার নামে একটি ইটভাটার যাবতীয় কার্যক্রম বন্ধ করা হয়। একই সঙ্গে প্রায় ১৫ হাজার কাঁচা ইট ভেঙে নষ্ট করা হয় এবং মালিক ও ম্যানেজারকে পুনরায় ইটভাটা চালু না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

অপরদিকে কেবিএম এবং এমএমসি নামে দুইটি ইটভাটায় অভিযান চালিয়ে ভাটার স্বত্বাধিকারী মো. নাহিদুল আলম ও নজরুল ইসলামকে পৃথক দুটি মামলায় ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে ইটভাটার মালিক ও ম্যানেজারকে আগামী তিনদিনের মধ্যে ইটভাটার সব কার্যক্রম বন্ধ করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তার বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় অবৈধ ইটভাটা বন্ধের জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।