ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে দোকানে আগুন, ৭০ লাখ টাকার মালামাল ভস্মীভূত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৪
রূপগঞ্জে দোকানে আগুন, ৭০ লাখ টাকার মালামাল ভস্মীভূত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়ায় নির্বাচন পরবর্তী সময়ে অজ্ঞাতদের দেওয়া আগুনে এক ব্যবসায়ীর দোকান পুড়ে প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) চনপাড়া এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, একতা ডেকোরেটর নামে একটি ইভেন্ট ম্যানেজমেন্টের দোকানের প্রায় সব মালামাল পুড়ে গেছে।

একতা ডেকোরেটরের স্বত্বাধিকারী বিল্লাল হোসেন বলেন, ৯ জানুয়ারি সকালে সাইটে কাজ থেকে এসে দেখি আমার দোকানের বিদ্যুতের লাইন কেটে দিয়েছে অজ্ঞাতরা। আমার মিটারের চাবিটাও নিয়ে যায়। কারা নিয়ে যায় কারা কাটে কেউ জানে না। তখন আমি দেখি আমার সিসিটিভি ক্যামেরাও চলে না। ব্যাটারি নষ্ট হয়ে গেছে। ভিডিও হয় কিন্তু দেখা যায় না। বিষয়টি বাড়িওয়ালাকে ডেকে জানালাম। এলাকায় কথা শুনছি যে, এটা বিএনপির ব্যবসা। কিন্তু আমি কোনো রাজনীতি করি না। পরে আমি আবার সব ঠিক করি। ক্যামেরাও চালু করি।

তিনি বলেন, রাত ৯টা ২১ মিনিটে আমি বাসায় যাই। বাসায় গিয়ে ভিডিও চেক করছিলাম যে, কারা লাইন কাটলো। এরপর খেতে বসি। এ সময় আমার ফোনে আমাদের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফোন করে জানান, আমার দোকানে আগুন লেগেছে। আমি সাথে সাথে দৌড়ে এসে এলাকাবাসীর সহায়তায় আগুন নেভাই। পরে পুলিশ এসে জিজ্ঞাসা করায় আমি তাদের বলি জানালা দিয়ে আগুন দিয়েছে, সেখানে একটা ক্যামেরা আছে।  

ক্ষতিগ্রস্ত ওই ব্যবসায়ী আরও বলেন, আমার ৭০ লাখ টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে। আমার সাড়ে ৬০০ চেয়ার ছিল পেছনে, সামনে ১০০ চেয়ার ছিল। এগুলো সব জ্বলে পুড়ে গেছে। ইভেন্ট ম্যানেজমেন্টের যা ছিল সব পুড়ে গেছে। ১ লাখ ২০ হাজার বাতিসহ যা ছিল সব পুড়ে গেছে! ৯ মণের উপর তার পুড়ে গেছে। আমার সাথে কারো শত্রুতা নেই। কারা এ কাজ করেছে তাদের বিচার চাই, তবে পুলিশ এখনো কিছু করেনি।

চনপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মতিয়ার বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। পরে আগুন নেভানো হয়। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। এটা শর্টসার্কিট থেকে লেগেছে নাকি অন্য কোনোভাবে লেগেছে তা জানা যায়নি। এখন পর্যন্ত এ ঘটনায় আমাদের কাছে লিখিত অভিযোগ আসেনি।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৪
এমআরপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।