ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যশোরে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৪
যশোরে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ

যশোর: যশোর শহরতলীর শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ককটেল বোমা বিস্ফোরণ করেছে দুবৃত্তরা।  

শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যা রাত ৭টার দিকে এ ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় কেউ হতাহত বা ভোটকেন্দ্রের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন আনসার ভিডিপির যশোর সহকারী জেলা কমান্ডিং অফিসার শফিকুল ইসলাম।

তিনি বলেন, আমরা খবর পেলাম শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে দুর্বৃত্তরা দূর থেকে দুটি ককটেল বোমা নিক্ষেপ করে পালিয়ে গেছে। গোটা এলাকায় বিকট শব্দে আওয়াজ হয়। আমরা সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসেছি। এখানে পুলিশ সদস্যরাও এসেছে। তবে এ ঘটনায় ভোটকেন্দ্রে কোনো সমস্যা হয়নি। অন্ধকারের মধ্যে এ ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৪
ইউজি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।