ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের গাড়িতে হামলা-ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২১ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের গাড়িতে হামলা-ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়া: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া -৩ (সদর ও বিজয়নগর) আসনের স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান ওলিওর সমর্থকের গাড়িতে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১ জানুয়ারি) রাতে বিজয়নগর উপজেলার চান্দুরা জ্বিলানী  ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

 

হামলার বিষয়ে স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান ওলিও বলেন, বিজয়নগরে আমার দুটি নির্বাচনী সভা ছিল। এ সময় খবর আসে আমার সমর্থক সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন চান্দুরা এলাকায় আমার প্রচারণা চালানো সময় তাদের গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। এ ঘটনায় দুইজন আহতও হয়েছে বলে জানতে পেরেছি। বিষয়টি আমি পুলিশ সুপারকে মৌখিকভাবে জানিয়েছি। দ্রুত জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হবে। এ ধরনের ঘটনায় যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে এর চেয়ে বড় ধরনের ঘটনা ঘটতে পারে।

বিজয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান খান শাওন বলেন, আমরা এ ধরনের ঘটনার খবর পেয়েছি। বিষয়টির তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ০০২৯ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।