ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আমেরিকায় সন্ত্রাসীদের গুলিতে সাতক্ষীরার আবির নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৪
আমেরিকায় সন্ত্রাসীদের গুলিতে সাতক্ষীরার আবির নিহত 

সাতক্ষীরা: আমেরিকার টেক্সাস শহরে সন্ত্রাসীদের গুলিতে আবির হোসেন (৩৮) নামে সাতক্ষীরার কলারোয়া উপজেলার এক যুবক নিহত হয়েছেন।  

তিনি কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের ঝাঁপাঘাট গ্রামের মৃত আব্দুল হাকিমের ছোট ছেলে।

আবির ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও আশা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ছিলেন।

লামার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করার জন্য স্ত্রী-সন্তানকে নিয়ে আমেরিকায় পাড়ি জমিয়েছিলেন আবির।

টেক্সাসে বাংলাদেশ সময় শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে খুন হন তিনি।  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আবির আমেরিকায় পড়াশোনার পাশাপাশি একটি আইফোন সেলস সেন্টারে পার্টটাইম চাকরি করতেন।

কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত সদস্য নাছিমা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।
 
স্বজনদের বরাত দিয়ে ইউপি সদস্য নাছিমা খাতুন বলেন,  আমেরিকা সময় শনিবার রাতে আইফোন সেলস সেন্টারে দায়িত্ব পালন করছিলেন তিনি। এসময় টাকা ও মালামাল লুট করতে একদল সন্ত্রাসী সেখানে যায়। এসময় সন্ত্রাসীদের লুটে বাধা দিয়ে প্রতিষ্ঠানটির মালিকের কাছে ফোন করার চেষ্টা করেন আবির। এতে ক্ষিপ্ত হয়ে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আবিরের। তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।  

তিনি আরও জানান, আবির আমেরিকায় স্ত্রী ও দেড় বছরের মেয়ে নিয়ে বসবাস করতেন। তার মৃত্যুর খবর শুনে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।