ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরা সীমা‌ন্তে ৮টি স্ব‌র্ণের বার জব্দ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৫ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৪
সাতক্ষীরা সীমা‌ন্তে ৮টি স্ব‌র্ণের বার জব্দ 

সাতক্ষীরা: ভার‌তে পাচারকা‌লে সাতক্ষীরা সীমান্ত থে‌কে আট‌টি স্ব‌র্ণের বার জব্দ ক‌রে‌ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি‌জি‌বি)।

‌রোববার (৩১ ডি‌সেম্বর) ‌দিনগত রাত পৌ‌নে ১২টায় বি‌জি‌বির সাতক্ষীরা ৩৩ ব্যাটা‌লিয়ন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে।

এ‌তে বলা হয়, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে রোববার বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানী বিওপি’র আওতাধীন বৈকারী এলাকায় বি‌জি‌বির এক‌টি দল অবস্থান নেয়।  

এ সময় এক ব্যক্তি বাইসাইকেলে করে সীমা‌ন্তের দি‌কে যাওয়ার প‌থে বিজিবির উপস্থিতি টের পেয়ে বাইসাইকেল রেখে পালিয়ে যায়। পরে টহল দল ওই ফেলে যাওয়া বাইসাইকেল তল্লাশি করে সিটের নিচে পাইপের ভেতরে বি‌শেষ কায়দায় লুকা‌নো আট‌টি স্বর্ণের বার উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৯৩৩ গ্রাম ১২০ মিলিগ্রাম। যার মূল্য ৮৬ লাখ ৫০ হাজার ২২ টাকা।

‌বি‌জি‌বির সাতক্ষীরা ৩৩ ব্যাটা‌লিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরি করে স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ০১৫৪ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।