ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ম‌রো‌ক্কোর পররাষ্ট্রমন্ত্রীর কাছে বাংলাদেশি দূতের পরিচয়পত্র পেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩
ম‌রো‌ক্কোর পররাষ্ট্রমন্ত্রীর কাছে বাংলাদেশি দূতের পরিচয়পত্র পেশ

ঢাকা: মরক্কোয় নব‌নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হারুন আল রশিদ দেশটির পররাষ্ট্রমন্ত্রী নাসের বুরিতার কা‌ছে পরিচয়পত্রের অনুলিপি পেশ ক‌রে‌ছেন।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

মরক্কোর পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্রের অনুলিপি পেশ ক‌রেন রাষ্ট্রদূত হারুন আল রশিদ। রাজা ষষ্ঠ মোহাম্মদের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে তিনি পরিচয়পত্রের অনুলিপি নেন।

গত ১১ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয় ম‌রক্কোতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে হারুন আল রশিদকে নিয়োগের সিদ্ধান্ত জানায়। তিনি রাষ্ট্রদূত মোহাম্মদ শাহাদাত হোসেনের স্থলাভিষিক্ত হলেন।

ম‌রো‌ক্কো‌য় রাষ্ট্রদূত হওয়ার আগে হারুন আল রশিদ অটোয়াতে বাংলাদেশ হাইকমিশনে ডেপুটি হাইকমিশনার ছিলেন। এর আগে হারুন মন্ত্রণালয়ে জনকূটনী‌তি উইং‌য়ের মহাপ‌রিচাল‌কের দায়িত্ব পালন ক‌রেন।

বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ২০তম ব্যাচের কর্মকর্তা হারুন ২০০১ সালে কূটনীতিক হিসেবে কাজে যোগ দেন। কর্মজীবনে তিনি রোম, কায়রো, মেক্সিকো ও মাদ্রিদে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। এছাড়া এ কূটনীতিক পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন ক‌রেন।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩
টিআর/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।