ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অগ্নিসন্ত্রাস প্রতিরোধে ‘নাশকতাকে না’ স্লোগানে পেশাজীবী সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৩
অগ্নিসন্ত্রাস প্রতিরোধে ‘নাশকতাকে না’ স্লোগানে পেশাজীবী সমাবেশ পদযাত্রা এবং সমাবেশ কর্মসূচি।ছবি: ডিএইচ বাদল

ঢাকা: রাজনৈতিক কর্মসূচির নামে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রতিহত করতে হরতাল-অবরোধের সময় আগুনসন্ত্রাস চালানো দুর্বৃত্তদের প্রতিহত করতে পদযাত্রা এবং সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।  

সাংবাদিক, লেখক, সাহিত্যিক, চিকিৎসক, অভিনয় শিল্পী, ক্রীড়াবিদ, ছাত্র শিক্ষক তথা সব পেশাজীবীদের সমন্বয়ে এ পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

 
শনিবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ পদযাত্রা শুরু হয়ে হাইকোর্ট, মৎস্য ভবন হয়ে শাহাবাগে শেষ হয়। এরপর শাহাবাগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে নাশকতা বিশেষ করে আগুনসন্ত্রাস, ট্রেন পুড়িয়ে দেওয়া, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে হবে। যারা এসব নাশকতা চালাচ্ছে রাজনীতির নামে প্রাণহানি মেনে নেওয়া যায় না। রাজনীতি জনগণের উপকারের জন্য। সমাবেশে বিএনপি-জামায়াত ভোট বর্জনের ডাক দিয়ে সারা দেশে নাশকতা করছে বলেও অভিযোগ করা হয়। এদের নিষিদ্ধের দাবি জানানো হয়।

বিভিন্ন সময় নাশকতার কারণে যারা ভুক্তভোগী তারা সমাবেশে বলেন, এসব নাশকতা বন্ধ করুন। মা-সন্তানদের পুড়িয়ে মারা বন্ধ করুন। সাধারণ মানুষকে রাজনৈতিক কর্মসূচির নামে হত্যা করা বন্ধ করুন। আমরা চাই এই নাশকতা বন্ধ হোক।

সমাবেশে বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান চৌধুরী, বিএফইউজে সভাপতি ওমর ফারুক, মহাসচিব দ্বীপ আজাদ, ডিউজে সাধারণ সম্পাদক আক্তার হোসেন, অগ্নিসন্ত্রাসে আহত খোদেজা নাসরিন, অগ্নিসন্ত্রাসে নিহত নাহিদের মা রুনি বেগম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩১২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৩
এনবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।