ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শ্যামপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৩
শ্যামপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর শ্যামপুর এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামি আনোয়ারুল গনি সজলকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, গোপালগঞ্জের একটি মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত সাজা পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামি আনোয়ারুল গনি সজল। মামলায় যাবজ্জীবন কারাদণ্ড রায় ঘোষণার আগেই জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যান তিনি।

গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৩
পিএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।