ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর কাছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চায় লালমনিরহাটবাসী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৩
প্রধানমন্ত্রীর কাছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চায় লালমনিরহাটবাসী

লালমনিরহাট: আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে লালমনিরহাটের মানুষ। তবে যা পেয়েছেন তাতেই তাদের সন্তুষ্ট থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, আওয়ামী লীগ ফের ক্ষমতায় এলে বাকি সব করা হবে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে লালমনিরহাট জেলায় অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হন শেখ হাসিনা। এসময় জেলার মানুষের উদ্দেশে বক্তব্য দেন তিনি।  

এরপর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং লালমনিরহাট-৩ আসনের নৌকার প্রার্থী অ্যাডভোকেট মতিয়ার রহমান এলাকাবাসীর পক্ষে বিভিন্ন দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।

দাবিগুলোর মধ্যে ছিল—তিস্তা নদীর দুই পাড়ে স্থায়ী বাঁধ নির্মাণের মাধ্যমে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন, দীর্ঘদিন বন্ধ থাকা মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুকরণ, বুড়িমারী স্থলবন্দর আধুনিকায়ন, বুড়িমারী এক্সপ্রেস ট্রেন দ্রুত উদ্বোধন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন সরাসরি উদ্বোধনের জন্য লালমনিরহাটে প্রধানমন্ত্রীর সফর। মূলত আগামী নির্বাচনের পরে নতুন সরকার গঠন করে লালমনিরহাটে প্রথম সফর করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান জেলাবাসী।

এ সময় শেখ হাসিনা বলেন, অনেক দিয়েছি। যা পেয়েছেন তা নিয়ে আপাতত সন্তুষ্ট থাকেন। দীর্ঘদিন পরে সদর আসন নৌকা প্রতীক পেয়েছে। নৌকায় ভোট দেন। ক্ষমতায় আসলে বাকি সব করা হবে।

এ সময় লালমনিরহাটে সভার মঞ্চে ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের সভাপতি ও লালমনিরহাট-১ আসনের নৌকার প্রার্থী মোতাহার হোসেন, সমাজকল্যাণমন্ত্রী ও লালমনিরহাট-২ আসনের নৌকার প্রার্থী নুরুজ্জামান আহমেদ।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৩
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।