ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিক আয়নাল হক আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
সাংবাদিক আয়নাল হক আর নেই

নেত্রকোনা: কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের কুণ্ডলীতে গ্রামের বাসিন্দা মেধাবী সাংবাদিক ও কবি আয়নাল হক আর নেই।

রোববার (১৭ ডিসেম্বর) রাত ১২টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪১ বছর। তিনি ডায়াবেটিস ও অন্যান্য জটিল রোগে ভুগছিলেন।  

জানা গেছে, আয়নাল হক বাংলানিউজ২৪ ডটকম এবং জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার কেন্দুয়া প্রতিনিধি হিসেবে দীর্ঘ দিন কাজ করেছেন। সর্বশেষ ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক অদম্য বাংলা পত্রিকার বার্তাসম্পাদক হিসেবে কর্মরত ছিলেন, মরহুমের জানাজার নামাজ বাদ জোহর মরহুমের বাসার পাশেই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।