ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে ৪০০ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৩
রাজবাড়ীতে ৪০০ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

রাজবাড়ী: মহান বিজয় দিবস উপলক্ষ্যে রাজবাড়ীতে ৪০০ বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় অফিসার্স ক্লাব চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়।

জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন- পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, বৃহত্তর ফরিদপুর অঞ্চলের যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মহসীন উদ্দিন বতু, যুদ্ধকালীন কমান্ডার সিরাজ আহম্মেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আমজাদ হোসেন মন্টু, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আ. জলিল মিয়া, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বাকাউল আবুল হাসেম।

এসময় প্রায় চার শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. আবুল হোসেন কলেজের সহকারী অধ্যাপক শামীমা আক্তার মুনমুন, জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশ ও স্কুল শিক্ষিকা চায়না রাণী সাহা।

অনুষ্ঠানের শুরুতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।