ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল পুলিশ সদস্যের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৩
গাইবান্ধায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল পুলিশ সদস্যের সুমন মিয়া

গাইবান্ধা: গাইবান্ধায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় সুমন মিয়া (২৫) নামে মোটরসাইকেলের আরোহী এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিন সকালে গাইবান্ধা-সাঘাটা সড়কের বাংলাবাজার এলাকার কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) গেটের সামনে দুর্ঘটনার শিকার হন সুমন।

নিহত পুলিশ সদস্য সুমন গাইবান্ধা সদর থানার গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি রংপুর জেলার পীরগাছায়।  

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) তরিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, পুলিশ সদস্য সুমন গাইবান্ধা পুলিশ লাইন্স এলাকায় (বোর্ড বাজার) ভাড়া থাকতেন। সকালে সেখান থেকে মোটরসাইকেলে থানায় আসছিলেন। পথে বাংলাবাজার এলাকায় এলে সিএনজির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা সুমনকে রমেক হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তার মৃত্যু হয়। মরদেহ এখনও সেখানেই আছে।  

ঘাতক অটোরিকশা চালককে এখনও আটক করা যায়নি বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।