ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নাদিহা আলীর মৃত্যুতে বসুন্ধরা পরিবারের শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৩
নাদিহা আলীর মৃত্যুতে বসুন্ধরা পরিবারের শোক

ঢাকা: ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহা. নূর আলীর কন্যা নাদিহা আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার পরিবার।  

এক শোক বার্তায় আহমেদ আকবর সোবহান শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।

 

তিনি বলেন, মহান আল্লাহ নূর আলী ও তার পরিবারকে এ অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে সবরে জামিল নসিব করুন। আমিন।  

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগোতে গত বুধবার এক সড়ক দুর্ঘটনায় ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহা. নূর আলীর কন্যা নাদিহা আলী নিহত হন।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।