ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় বাথরুমে পড়ে ছিল শিক্ষার্থীর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৩ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় বাথরুমে পড়ে ছিল শিক্ষার্থীর মরদেহ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে বাথরুম থেকে সিয়াম (১৩) নামে এক স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলের দিকে কান্দিপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সিয়াম ওই এলাকার সোহাগ মিয়ার ছেলে। সে স্কলারস স্কুল অ্যান্ড কলেজের ৫ শ্রেণির শিক্ষার্থী।

হাসপাতাল ও পরিবারের সদস্যরা জানান, সিয়াম বিকেলে বন্ধুদের সঙ্গে খেলাধুলা করছিল। এরপর বাসায় এসে বাথরুমে ঢুকে আর বের হয়নি। বেশ কিছুক্ষণ পরে দরজা ভেঙে সিয়ামকে বাথরুমের ফ্লোরে পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, সিয়াম নামে এক স্কুল শিক্ষার্থী বাথরুমেই মারা গেছে। তবে কী কারণে মারা গেছে তা সঠিক বলা যাচ্ছে না। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০১২১ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।