ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে দু’দিনের কঠিন চীবর দানোৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
রাঙামাটিতে দু’দিনের কঠিন চীবর দানোৎসব

রাঙামাটি: রাঙামাটির রাজবন বিহারে বেইন ঘর ও সুতা কেটে  উদ্বোধনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী বৌদ্ধ ধর্মাবলম্বীদের ৪৮তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব শুরু হয়েছে।  

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে বেইন ঘর উদ্বোধন করেন রাজবন বিহার উপাসক-উপাসিকা পরিষদের সভাপতি গৌতম দেওয়ান।

আর চরকায় তুলা থেকে সুতা কেটে বেইন তৈরি উদ্বোধন করেন নারী উদ্যোক্তা মঞ্জুলিকা চাকমা।

এর আগে বেইন ঘরে পঞ্চশীল প্রদান করেন রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির। এ সময় বিশ্ববাসীর মঙ্গল, সুখ, শান্তি কামনায় প্রার্থনা করেন তিনি।

এ সময় পুণ্যার্থীদের সাধু সাধু ধ্বনিতে মুখরিত হয় পুরো রাজবন বিহার প্রাঙ্গণ।  

আগামীকাল শুক্রবার (২৪ নভেম্বর) সকালে ভিক্ষু সংঘের কাছে এ চীবর দান করা হবে।  

এদিকে উৎসবকে ঘিরে বিহারের চারপাশ ঘিরে বসেছে মেলা। উৎসব শান্তি-শৃঙ্খলাভাবে অনুষ্ঠিত করার লক্ষ্যে বিহার এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
এ সময় বিহার উপাসক উপাসিকা পরিষদের অন্যান্য নেতারা ও বৌদ্ধ ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।