ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বেগমগঞ্জে ইয়াবাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৩
বেগমগঞ্জে ইয়াবাসহ আটক ২

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জে ৯ হাজার ১৫০টি ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।  

রোববার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার চৌমুহনী এলাকা তাদের আটক করা হয়।

 

আটকরা হলেন- কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার মৃত আব্দুস সাত্তারের ছেলে জয়নাল আবেদীন (৪৮) ও বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার আলিপুর আজগর হাজী বাড়ির মৃত নুরুজ্জামানের ছেলে ইসমাইল হোসেন টিপু (৩৬)।  

পুলিশ জানায়, চৌমুহনী চৌরাস্তা জামে মসজিদ সংলগ্ন একটি মিষ্টি দোকানে সামনে তিন-চারজন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক হলে পুলিশ জয়নাল নামে এক ব্যক্তিকে আটক করে। এ সময় অন্য দৌড়ে পালিয়ে যান। আটক ব্যক্তিকে জিজ্ঞাসবাদ করা হলে তিনি জানান, তার পায়ে ফুটবল খেলার এক ধরনের মোচা দিয়ে বিশেষ কায়দায় ইয়াবা লুকানো আছে। পরে তার দুই পা থেকে ওই মোচায় বিশেষ কায়দায় লুকানো কালো পলিথিনের ভেতর থেকে ৯ হাজার ১৫০ টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে তার ভাষ্যমতে টিপুকে আটক করা হয়।  

জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।   

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।