ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ৬ কোটি টাকার কাপড় ও কসমেটিকস জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৩
নারায়ণগঞ্জে ৬ কোটি টাকার কাপড় ও কসমেটিকস জব্দ ফাইল ফটো

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আনা প্রায় ছয় কোটি টাকার কাপড় ও কসমেটিকস জব্দ করেছে কোস্ট গার্ড।

শনিবার (১১ নভেম্বর) সিদ্ধিরগঞ্জের কাঁচপুর এলাকায় পাথর বোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে এসব মালামাল জব্দ করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন খন্দকার মুনিফ তকি।

কোস্টগার্ড কর্তৃপক্ষ জানায়, অভিযান পরিচালনার সময় একটি পাথর বোঝাই ট্রাক থামানোর সংকেত দিলে তা দ্রুত গতিতে পালাতে চেষ্টা করে। পরে কোস্ট গার্ডের সদস্যরা ট্রাকটিকে ধাওয়া করতে থাকলে এক সময় ট্রাক ফেলেই চালক পালিয়ে যান।

এ সময় ট্রাকে তল্লাশি চালিয়ে দুই হাজার ৮৭৭ পিস শাড়ি, এক হাজার আটটি বডি লোশন ও সাড়ে চার হাজার পিস সান রাইস ক্রিম জব্দ করা হয়।  

এগুলোর বাজার মূল্য প্রায় ছয় কোটি টাকা বলে জানান মুনিফ তকি।  

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৩
এমআরপি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।