ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ঋণের চাপে ফাঁস দিলেন রিকশাচালক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৩
ঋণের চাপে ফাঁস দিলেন রিকশাচালক

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে মো. আবু হানিফ (৩২) নামে এক রিকশাচালক ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।  

রোববার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার নরত্তোমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোল্লা বাড়ি থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

পরে ময়নাতদন্ত শেষে রাত ৮টার দিকে পারিবারিক কবরস্থানে মরদেহের দাফন সম্পন্ন হয়।

মৃত মো. আবু হানিফ উপজেলার নরত্তোমপুর ইউনিয়নের মোল্লা বাড়ির মৃত মৃত আবুল কালামের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, হানিফ পেশায় একজন রিকশাচালক ছিলেন। অভাবের তাড়নায় সে একাধিক এনজিও থেকে ঋণ নেয়। রোববার তার একটি কিস্তির টাকা দেওয়ার কথা ছিল। কিস্তির ঋণের চাপে রোববার বেলা ১১টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে নিজের শয়ন কক্ষে আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরবর্তীতে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।  

বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইরফান খাঁন জানান, কিস্তির ঋণের চাপে তিনি আত্মহত্যা করেন। খবর পেয়ে ময়দেহ উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।