ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাজায় শিশু হত্যা: খুলনায় শিশু শিক্ষার্থীদের মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৩
গাজায় শিশু হত্যা: খুলনায় শিশু শিক্ষার্থীদের মানববন্ধন

খুলনা: ‘গাজায় শিশু হত্যা বন্ধ করো’— এ আহ্বানকে সামনে রেখে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে খুলনায় মানববন্ধন করেছে শিশু শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে খুলনা মহানগরের বয়রা বাজার মোড়ে আল-বারাকাহ মাদরাসার ব্যানারে প্রতিবাদী এই মানববন্ধনে সভাপতিত্ব করেন আবুল বাশার।

বক্তব্য রাখেন মো. আলমগীর শিকদার, অ্যাডভোকেট শেখ জাকিরুল ইসলাম, সাংবাদিক রাশিদুল ইসলাম, মুফতি মাওলানা ইলিয়াস হোসাইন, মাদরাসার প্রতিষ্ঠাতা শেখ শামসুদ্দীন দোহা, অধ্যক্ষ নজরুল ইসলাম কায়েস, খুকৃবির মো. জাহিদুল ইসলাম, হাফেজ মাওলানা হেলাল উদ্দীন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত হাফেজ জাহিদুল ইসলাম, হাফেজ মো. আল-আমীন প্রমুখ।

এ সময় শিশু শিক্ষার্থীরা প্রখর রোদ উপেক্ষা করে ফিলিস্তিনি শিশুদের প্রতি সংহতি জানিয়ে ‘ইসরায়েল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক’ স্লোগান দেয়। সেই সাথে সন্ত্রাসী হামলা বন্ধে দ্রুত বিশ্বনেতাদের হস্তক্ষেপ কামনা করে।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২২
এমআরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।