ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে যুবদলের নৌপথ অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৩
না.গঞ্জে যুবদলের নৌপথ অবরোধ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের মেঘনা নদীতে নৌপথ অবরোধ করেছে জেলা যুবদলের নেতাকর্মীরা।  

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে সোনারগাঁয়ের মেঘনা নদীতে একটি ট্রলারে চড়ে জেলা যুবদলের নেতা-কর্মীরা এ অবরোধ কর্মসূচি পালন করেন।

 

অবরোধ পালনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা যুবদলের সদস্য সচিব খাইরুল ইসলাম সজীব।

তিনি জানান, আমাদের নেতা-কর্মীরা সকালে সোনারগাঁয়ে মেঘনা নদীতে অবরোধ কর্মসূচি সফল করতে একটি ট্রলারে ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিল করেন। অবরোধ সফল করতে নেতা-কর্মীরা রাজপথের পাশাপাশি নৌপথেও আছেন।

সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ফাঁড়ি পুলিশের ইনচার্জ মো, মোসাবেরুল হক বলেন, মেঘনা নদীতে বিএনপির নেতা-কর্মীদের অবরোধ ও মিছিলের বিষয়টি আমার জানা নেই। খোঁজ নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৩
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।